স্যাটেলাইট ক্লিনিক সহ সকল সেবা কেন্দ্রে ডিডিএস কিটস(ঔষধপত্র) এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সহ বিভিন্ন উপকরণ সমুহের উপজেলা ও নিমণ পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা | পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নীতিমালা অনুসারে কেন্দ্র ভিত্তিক সরবরাহ করা | সেবাকেন্দ্রের চাহিদা ভিত্তিক ও সরবরাহ নীতিমালা অনুসারে মাসিক সরবরাহ নিশ্চিত করতে হবে | আঞ্চলিক সরবরাহ কর্মকর্তা/উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা |
জেলা উপজেলা ও তদনীমণ পর্যায়ে জনবল নিয়োগ, পদায়ন ও বদলীতে সুপারিশ ও প্রযোজ্য ক্ষেত্রে বাস্তবায়ন করা। | মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা ও অনুমোদন সাপেক্ষে নিয়োগ এবং জেলা বদলী কমিটির মাধ্যমে পদায়ন ও বদলী | প্রতি তিন মাসে একটি বদলী কমিটির সভা আয়োজন করা | উপ-পরিচালক/সহকারী পরিচালক(পরিবার পরিকল্পনা/সিসি) |
জেলা পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে সহায়ক তদারকী ও মনিটরিং নিশ্চিত ও জোরদার করণ | ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিদর্শন, তদারকী ও মনিটরিং | জেলা কর্মকর্তাদের মাসিক ভ্রমন কর্মসূচী অনুসারে (প্রতি মাসে ৮-১২ দিন) | উপ-পরিচালক/সহকারী পরিচালক(পরিবার পরিকল্পনা/সিসি) |
জেলার আওতাধীন উপজেলা ও নিমণ পর্যায়ের জনগনের নিকট থেকে সেবা প্রদানে অনিয়ম বা অন্য কোন বিষয়ে প্রাপ্ত অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ | অভিযোগ প্রাপ্তির পর নূন্যতম সময়ের মধ্যে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ | এক সপ্তাহের মধ্যে | উপ-পরিচালক/সহকারী পরিচালক(পরিবার পরিকল্পনা/সিসি) |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা ও নীতিমালা মোতাবেক সংশিস্নষ্ট অন্যান্য কার্যাবলী বাস্তবায়ন করা | নির্দেশনার ভিত্তিতে ন্যূনতম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ | নিয়মিত | উপ-পরিচালক/সহকারী পরিচালক(পরিবার পরিকল্পনা/সিসি) |
প্রতিমাসে জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা আয়োজন নিশ্চিত করা | প্রতিমাসে নির্ধারিত বিষয়ের উপর মাসিক সভার আয়োজন ও সিদ্ধান্ত গ্রহণ | প্রতি মাসে একবার | উপ-পরিচালক ও কমিটির সদস্য সচিব |
উপাত্ত যাচাই | জেলা পর্যায়ে প্রত্যেক কর্মকর্তা কমপক্ষে ১০ জন দম্পত্তির উপাত্ত যাচাই করে মাসের ২০ তারিখের মধ্যে প্রতিবেদন প্রেরণ | মাসিক কার্যক্রম | উপ-পরিচালক/সহকারী পরিচালক(পরিবার পরিকল্পনা/সিসি) |
পরিবার পরিকল্পনা , মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচীর মাসিক প্রতিবেদন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রেরণ | এম আই এস-৫ সংকলিত মাসিক প্রতিবেদন ও ৭বি প্রতিবেদন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রেরণ | প্রতিমাসে ১০ তারিখের মধ্যে | উপ-পরিচালক/সহকারী পরিচালক(পরিবার পরিকল্পনা/সিসি) |
৩য় ও ৪র্থ শ্রেনীর, কর্মচারীদের দক্ষতাসীমা টাইমস্কেল ও চিত্তবিনোদন ছুটি মঞ্জুর করা | জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের দক্ষতাসীমা টাইমস্কেল ও চিত্তবিনোদন ছুটি মঞ্জুর করা | আবেদনের পর ৭ কর্মদিবসের মধ্যে ব্যবস্থা গ্রহণ | উপ-পরিচালক/সহকারী পরিচালক(পরিবার পরিকল্পনা/সিসি) |
বিভিন্ন পর্যায়ে কর্মচারীদের পেনশন আবেদন | বিভিন্ন পর্যায়ে কর্মচারীদের পেনশন আবেদন মঞ্জুর করা | আবেদনের পর ৭ কর্মদিবসের মধ্যে ব্যবস্থা গ্রহণ | উপ-পরিচালক/সহকারী পরিচালক(পরিবার পরিকল্পনা/সিসি) |
বিভিন্ন ও অধিদপ্তর বরাবরে কোন কর্মকর্তা-কর্মচারীর আবেদন অগ্রায়ণ করা | অর্জিত ছুটি বহিঃ বাংলাদেশ ছুটিসহ যে কোন ধরণের ব্যক্তিগত আবেদন অগ্রায়ণ | ৭ কর্মদিবসের মধ্যে ব্যবস্থা গ্রহণ | উপ-পরিচালক/সহকারী পরিচালক(পরিবার পরিকল্পনা/সিসি) |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS